শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ



সড়কে ফেব্রুয়ারি মাসে ৪৮৭ জনের মৃত্যু
প্রকাশ: ৯ মার্চ, ২০২৩, ২:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সড়কে ফেব্রুয়ারি মাসে ৪৮৭ জনের মৃত্যু

দেশে ফেব্রুয়ারি মাসে ৪৩৯টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪৮৭ জন ও আহত হয়েছেন ৭১২ জন। নিহতদের মধ্যে নারী ৫৪ ও শিশু ৬৮ জন।

এসব দুর্ঘটনার মধ্যে ১৮৩টির সঙ্গে জড়িত মোটরসাইকেল। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের হারও বেশি। এ বাহনে দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৬ জন, যা মোট নিহতের ৪০.২৪ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন ১০৮জন।

যানবাহনের চালক ও সহকারি নিহত হয়েছেন ৭২ জন। বুধবার বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।

সংগঠনটি তাদের পর্যালোচনায় বলেছে, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপসহ পণ্যবাহী দ্রুতগতির যানবাহন ও মোটরসাইকেল দুর্ঘটনা বাড়ছে। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ড্রাইভারদের বেপরোয়া গতিতে পণ্যবাহী যানবাহন চালানো এবং অপ্রাপ্ত বয়স্ক ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে তারা নিজেরা দুর্ঘটনায় পড়ছে।

আবার অন্যান্য যানবাহনকেও আক্রান্ত করছে। প্রতিবেদনে গণপরিবহন সহজ, সাশ্রয়ী ও উন্নত করা এবং যানজট কমানোর সুপারিশ করা হয়। একইসঙ্গে মোটরসাইকেল নিরুৎসাহিত করা জরুরি বলেও মন্তব্য করা হয়।

প্রতিবেদনে সড়কের পাশাপাশি নৌ ও রেল দুর্ঘটনার তথ্যে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ফেব্রুয়ারি মাসে ৯টি নৌ দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। ১৭টি রেলপথ দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৫ জন আহত ও ৩০ হাজার লিটার জ্বলানি তেল নষ্ট হয়েছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে উল্লেখ করে এতে বলা হয়, ঢাকা বিভাগে ফেব্রুয়ারি মাসে ১১৩টি দুর্ঘটনায় ১২১ জন নিহত হন। সবচেয়ে কম ২২টি দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছে ময়মনসিংহ বিভাগে।

একক জেলা হিসেবে ঢাকায় সবচেয়ে বেশি ৩৩টি দুর্ঘটনায় ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে কম মেহেরপুর জেলায় ৩টি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় ২৩টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার ধরন সম্পর্কে বলা হয়, ৬৮টি (১৫.৪৮ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ২০১টি (৪৫.৭৮ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১১২টি (২৫.৫১ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা দেয়া এবং, ৪৭টি (১০.৭০%) যানবাহনের পেছনে আঘাত করার কারণে ঘটে।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৭২৯টি। এর মধ্যে মোটরসাইকেল ১৯১টি, ট্রাক ১৩২, বাস ৯৬, কাভার্ডভ্যান ২৪, পিকআপ ১৮, ট্রলি ২০ ও থ্রি-হুইলার ১১৮টি রয়েছে।

প্রতিবেদনে বেপরোয়া গাড়ি চালানোসহ ১০টি কারণ উল্লেখ করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় কমাতে সড়ক পরিবহণ আইন প্রয়োগসহ ১০টি সুপারিশ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: [email protected]

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া