মিলন কান্তি দাসঃ
বৈশ্বিক মহামারী করোনা বিস্তার লাভ করার পর থেকেই “শাবাব” ফাউন্ডেশন নলছিটি শাখার সদস্যরা উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মৃত ব্যক্তির দাফনের যাবতীয় কাজ করে যাচ্ছে। ২৪ জুন বুধবার সকালে শাবাব ফাউন্ডেশনের নারী সদস্যরা প্রথম মৃতব্যাক্তির দাফনের কাজে যুক্ত ছিলেন।”করোনা” উপসর্গ নিয়ে উপজেলার মগড় ইউনিয়নের মেরহার গ্রামের চানবানু বেগম (৫৫) আজ সকাল ৮টায় মৃত্যু বরণ করেন (ইন্না——-রাজিউন)। চানবাণুর মৃত্যুর খবর পেয়ে “শাবাব” ফাউন্ডেশণ নলছিটি শাখার ৯ জন পুরুষ ও ৪ জন নারী সদস্য মৃতের বাড়িতে যান। সেখানে পৌছে তারা মৃত ব্যাক্তির গোসল জানাজা ও দাফন কাজ সম্পন্ন করলাম।শাবাব ফাউন্ডেশন নলছিটি শাখার এটি ১০ম মানবিক দাফন কাজ।