ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাসরত রুশভাষীরা জাতিগত শুদ্ধি অভিযানের আশঙ্কা করছেন।
তাদের আশঙ্কা— সম্ভাব্য অভিযানের সময় ইউক্রেনের সেনারা তাদের জাতিগত পরিচয়ের কারণে হত্যা করতে পারে। খবর প্রেসটিভির।
লুহানস্কের একটি শরণার্থী শিবিরের এক নারী টেলিভিশন ক্যামেরার সঙ্গে কথা বলেননি শুধু এই আশঙ্কায় যে, এতে তিনি রুশপন্থি বলে প্রমাণিত হতে পারেন এবং তাদের ইউক্রেনের সেনারা হত্যা করতে পারেন।
হত্যার ভয়ে শরণার্থী শিবিরের এসব রুশভাষী লোকজন সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রাম চ্যানেলও ব্যবহার করেন না।
টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করা লোকজনকে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের সহযোগী বলে আখ্যা দিয়ে থাকেন।
যুদ্ধরেখার আশপাশের লোকজন যারা ইউক্রেনের নাগরিক, তারা পশ্চিমে পালিয়ে গেছেন। আর যারা রুশপন্থি তারা পূর্বদিকে চলে গেছেন।
ইউক্রেনকে এই যুদ্ধ সুস্পষ্টভাবে আলাদা করে ফেলেছে।
nagad-300-250
সম্প্রতি দোনবাস, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়ার নাগরিকরা গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার মত দিয়েছে।
এর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে সামরিক শাসন জারি করেছেন। এসব অঞ্চলকে পুতিন রাশিয়ার অংশ হিসেবেই বিবেচনা করছেন।