নাজমুল হক সানী : পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্রয় মূল্য চাল বিক্রি করে মানবিক ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছে নলছিটির চাল ব্যবসায়ী শাহাদাত ফকির।
ঝালকাঠি জেলার নলছিটির উপজেলার পৌর শহরের খাসমহল এলাকার ব্যবসায়ী মুনত্বাকিম ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহাদাত ফকির তার দোকানে মিলবে চাল মোটা ১ নং স্বর্ণাগুটি ৩৭ থেকে ৪০ টাকা দরে, পাইজাম ৪০ টাকা দরে, পিউর আঠাশ ৫০ টাকা এবং উনত্রিশ ৪৮ টাকা দরে বিক্রি করছেন শাহাদাত। এই সেবা পুরো রমজান পর্যন্ত চালু রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
এ বছর নলছিটি ও ঝালকাঠি সদর উপজেলার জন্য সাহরি ও ইফতারের সময়সূচি সম্বলিত তিন হাজার ক্যালেন্ডার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। রমজান উপলক্ষে তার প্রতিষ্ঠিত সামসুন্নাহার ফাউন্ডেশন থেকে ১০০টি পরিবারকে ১১ ধরনের প্যাকেজের ইফতার সামগ্রি দিয়েছে।
মুনত্বাকিম ট্রেডার্সের স্বত্বাধিকারীর শাহাদাত ফকির বলেন রমজান মাসে যাতে সাধারণ ক্রেতাগন সুলভ মূল্য চাল ক্রয় করতে পারেন তার জন্যই অামার সামান্য প্রচেষ্টা। আমি অন্য ব্যবসায়ী ভাইদের অাহ্বান জানাচ্ছি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে সাধারণ ক্রেতাদের সাহায্য করুন, সারা বছর তো অামরা ব্যবসায় মুনাফা অর্জন করি, রমজান মাসে ক্রেতা সন্তুষ্টির জন্য হলেও অাপনার মুনাফা অর্জন বন্ধ করুন।
রমজান উপলক্ষে সাধারণ ক্রেতাদের কষ্টের কথা চিন্তা করে পাইকারি দামের কমে চাল বিক্রি করছি। যে দামে কেনা ঠিক একই দামে বিক্রি। একপয়সাও লাভ করছি না। পুরো রমজানজুড়ে এটি অব্যাহত থাকবে।
তবে যারা ব্যবসার জন্য চাল কিনবেন তাদের পাইকারি দরেই কিনতে হবে। অনেক পাইকারি ক্রেতার কাছেও কম মূল্যে দিয়ে অনুরোধ করেন সাধারণ মানুষের কাছে একটু কম লাভে বিক্রি করতে। সব ব্যবসায়ীকে তার মতো উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান শাহাদাত।
সমাজ উন্নয়ন কর্মী ও সুহাসিনী সামাজিক সংস্থার চেয়ারম্যান সাথী আক্তার জানান শাহাদাত ফকির নানামুখী সামাজিক কাজ করেন সত্যিকারে একজন মানবিক লোক। সাহাদাত ভাই তো সারাদিন মানবিক কাজ করে থাকেন। তিনি করোনা কালীন সময়ে নলছিটিতে যত করোনায় লোক মারা গেছে সবাই কে বিনামূল্যে গোসল করাইছে,দাফন,কাফন দিছে। পবিত্র রমজান উপলক্ষে যেখানে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে পণ্য বিক্রি করেন সেখানে সে কম মূল্য চাল বিক্রি করে সাধারণ ক্রেতাদের কাছে সুনাম অর্জন করেছেন।
শাহাদাত ফকিরের মানবিক উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার বলেন, পবিত্র মাস রমজান। রমজান এবং করোনার সময় শাহাদাত ফকিরের এ উদ্যোগ মানুষকে অনেক স্বস্তি দেবে। যেখানে সবাই সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছেন সেখানে তিনি কমিয়ে দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন।