যুবদল নেতাকে বসতে দেওয়ায় দোকানে তালা মারলেন আ. লীগ নেতা
প্রকাশ: ১৮ জুন, ২০২৩, ৪:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতাকে দোকানে বসতে দেওয়ায় বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডে একটি দোকানে শনিবার সকালে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর কবিরাজসহ সাত-আটজন নেতাকর্মীর বিরুদ্ধে এ অভিযোগ করেন দোকান মালিক মো. জাকির হোসেন।
তিনি বলেন, আমার দোকানটি কাঁচামালের আড়ত। যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. কামরুজ্জামান দুলাল শুক্রবার সন্ধ্যায় দোকানে বসে চা পান করেন। এ কারণে শনিবার সকালে দোকানে তালা ঝুলিয়ে দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ সাত-আটজন নেতাকর্মী। এ সময় কামরুজ্জামান দুলালকে কেন বসতে দিয়েছি তা জানতে চেয়ে আমাকে গালাগাল করেন। আমার কাঁচামালের আড়তে আম, লিচুসহ বিভিন্ন ফল রয়েছে। তালা দেওয়ায় পচে যাবে। আমি আলমগীর কবিরাজকে অনেক অনুরোধ করার পরও দোকানের চাবি দেননি।
অভিযোগে বিষয়ে মো. আলমগীর কবিরাজ বলেন, জাকির হোসেন তার দোকানে অবৈধ মালামাল রাখেন। সেখানে সমাজবিরোধী কাজ করেন। এ জন্য দোকান বন্ধ করা হয়েছে। তবে আমি একা নই, আরও নেতারা মিলেই দোকানটি বন্ধ করেছি।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, থানায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
যুবদলের সহসভাপতি মো. কামরুজ্জামান দুলাল বলেন, মাহিলাড়া আমার বাড়ি। ওখানে আমি বড় হয়েছি। বরিশাল থেকে ঢাকা আসার পথে আমার আত্মীয়র দোকানে বসে চা পান করেছি। এ জন্য তার ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এটি খুবই দুঃখজনক ও নিন্দাজনক।