বৃহস্পতিবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



মোহাম্মাদ এখন ছোট মনি নিবাসে
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মোহাম্মাদ এখন ছোট মনি নিবাসে

রোজা শরীফ :
অতঃপর মানসিক প্রতিবন্ধি’র সদ্যজাত পূত্র সন্তান মোহাম্মাদকে বরিশালের আগৈলঝাড়ার গৌলাস্থ ছোট মনি নিবাসে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সহযোগীতায় এ্যাম্বুলেন্স যোগে নবজাতকে ছোট মনি নিবাসে পাঠানো হয়েছে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত নামা মানুষিক প্রতিবন্ধি সুস্থ্য রয়েছে বলে নিশ্চিত করেছেন গাইনী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ খুরশিদ জাহান। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মৌসুমী আক্তার জানান, গত ২৯ আগষ্ট বিকালে বরিশালের বিমানবন্দর থানাধীন মাধবপাশা গ্রামের ইছাহাক হাওলাদারের স্ত্রী মিনারা বেগম অজ্ঞাত নামা ৩০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধি অসুস্থ্য প্রসুতিকে হাসপাতালে ভর্তি করান। ওই দিন রাতেই জরুরী ভিত্তিতে চিকিৎসকরা ওই প্রসুতির সিজার করলে সে একটি পূত্র সন্তান প্রসব করেন। অজ্ঞাতনামা মানুসিক প্রতিবন্ধিকে ভর্তি করার পর তার দায়ভার নিতে কাউকে পাওয়া না গেলে ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মৌসুমী আক্তার নিজেই সদ্যজাত পূত্র সন্তানটি তার কাছে রেখে দেন। সন্তানটি সুস্থ্য ও ফুটফুটে সুন্দর হওয়ায় অনেকেই তার কাছ থেকে নিচে চেয়েছেন। অতঃপর ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মৌসুমী আক্তার আজ বুধবার সদ্যজাত পূত্র সন্তানটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের অফিসার দিলরুবা রইচি’র কাছে হস্তান্তর করেন। সমাজসেবা অফিসার দিলরুবা রইচি জানান, সন্তানটিকে তার কাছে দেয়ার পর তিনি ওই সন্তানের নাম রাখেন ‘মোহাম্মাদ’। তিনি তৎক্ষনিক বরিশালের আগৈলঝাড়ার গৌলাস্থ ছোট মনি নিবাসে এ্যাম্বুলেন্সের মাধ্যমে প্রেরণ করেন। এর আগে হাসপাতাল সমাজসেবা কার্যলয়ের পক্ষ থেকে সন্তানটির জন্য দুধ, নতুন জামা, তোয়ালে, ফিটার, ফ্লাক্স, টিস্যু, গামলা ও ওয়ালক্লর্থ উপহার প্রদান করেন। বিকালে অনুষ্ঠানিক ভাবে ছোট মনি নিবার্সের স্টাফ সাহিদা খানমের নিকট সন্তানটিকে হস্তান্তর করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডাঃ নজমুল আহসান, শিশু বিভাগের রেজিস্ট্রার ডাঃ ফয়সাল আহম্মেদ, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের অফিসার দিলরুবা রইচি ও মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ নার্স মৌসুমী আক্তার প্রমুখ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া