মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় ইউএনওসহ আহত-৩
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২১, ৭:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
মোঃতাজেম আলী মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার ইউএনও শাহাদাত হোসেন মাসুদসহ ২ আনসার সদস্য। হামলায় আহত হয়, ইউএনও শাহাদাত হোসেন মাসুদ, আনসার তুহিন (২৭) ও ইব্রাহিম (৩০)। এ সময় আনসার সদস্যের সাথে থাকা একটি শটগান গজারিয়ায় নদীতে পড়ে যায়। শটগানটি উদ্ধারের চেষ্টা চলছে। শুক্রবার (৮ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদারহাট সংলগ্ন গজারিয়া নদীতে এ হামলার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান,ৃ সার্কেল এস পি বাবুল আক্তার , বরিশাল আনসার ভিডিপির রেঞ্জ পরিচালক আশরাফুল আজম, থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। এই ঘটনায় অভিযুক্ত জেলেদের চিহ্নিত করে আটকের জন্য অভিযান চালিয়ে যাচ্ছেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ, জানান, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় মা ইলিশ রক্ষার অভিযান চলাকালীন সময়ে দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সিকদারের ঘাট এলাকায় গজারীয়া নদীতে ইলিশ ও জাল সহ জেলেদের ধাওয়া করাকালীন একটি জেলেদের ট্রলার ইউএনও’র স্প্রীড বোডের উপর উঠিয়ে দেয়। তখন ইউএনও’র দেহরক্ষী তুহিন (২৭) শর্টগান সহ নদীতে পরে যায়। অপর দেহরক্ষী আনসার সদস্যসহ ইউএনও আহত হয়। হামলাকারী জেলেরা দ্রুত পালিয়ে যায়। পরে দেহরক্ষী আনসার সদস্য তুহিনকে নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও তার সাথে থাকা অস্ত্র (শর্টগান) নদীতে পরে যায়। বরিশাল থেকে ডুবুরি টিম এসে অস্ত্র (শর্টগান)টি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, ইউএনও’র উপর হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।