শনিবার ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ



মাহিকে গ্রেপ্তার, প্রতিবাদ জানালেন তিন নির্মাতা
প্রকাশ: ১৮ মার্চ, ২০২৩, ৮:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাহিকে গ্রেপ্তার, প্রতিবাদ জানালেন তিন নির্মাতা

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। যে আইনটির বিপক্ষে শুরু থেকেই অনেকেই সমালোচনা করে আসছেন। এবার এই আইনে দেশের এই অভিনেত্রী গ্রেপ্তার হওয়ায় অনেকেই সরব হয়েছেন।

মাহিয়া মাহিকে এই আইনের ধারায় গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আইনটির বাতিল চেয়েছেন ‘মহানগর’এর নির্মাতা আশাফক নিপুণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুণ লিখেছেন, ‘ডিজিটাল সিকিউরিটি আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতারে নিন্দা। অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।’

নির্মাতা শিহাব শাহীন মাহিকে গ্রেপ্তারের বিষয়টি দেখছেন ভিন্নদৃষ্টিতে। তিনি লিখেছেন, ‘আরাভ খান (দুবাইয়ে পালিয়ে থাকা পুলিশ সদস্য হত্যা মামলার আসামি) থেকে দৃষ্টি সরে যাবে সবার। মাহিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।’

অন্যদিকে নির্মাতা রেদওয়ান রনি মাহিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাসে লেখেন ‘মাহিয়া মাহিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অবিলম্বে বাতিল করতে হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত