মো: মনির আকন, মঠবাড়িযা (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশের হাতে বাই সাইকেল তুলে দেয়া হয়।
এসময়¡ উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ আজীম-উল-হক প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, স্থানীয় সরকার গ্রামীণ উন্নয়নের অবকাঠামোর অংশ হিসেবে গ্রাম পুলিশের হাতে বাই সাইকেল তুলে দেয়া হয়েছে। এতে করে গ্রাম পুলিশের চলাচল অনেক সহজ হবে এবং সহজেই গ্রামীন সকল খবর সংগ্রহ করতে পারবেন এবং প্রশাসনকে অবহিত করতে পারবেন।
উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, গ্রাম পুলিশরা স্থানীয় সরকারের প্রতিনিধি। বাই সাইকেলের মাধ্যমে তারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় খবর সংগ্রহ করতে পারবেন।