পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন আ‘লীগ অফিস ভাংচুর ও বিস্ফোরক মামলায় ওই ইউনিয়নের চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার ও মেম্বরসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।
রোববার (১১ সেপ্টেম্বর) পিরোজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। উচ্চ আদালতের ৬ সপ্তাহ জামিন শেষে তারা পিরোজপুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারকি হাকিম আবু জাফর মোঃ নোমান শুনানী শেষে তাদেরকে কারাগারে পাঠান।
অপর ৪ আসামী হল- বড়মাছুয়া গ্রামের মৃত. আমজাদ হাওলাদারের ছেলে ইউপি চেয়ারম্যানের ভাই বসির হোসেন হাওলাদার, হোচেন আলী খানের ছেলে সায়েস্তা খান টুকু, রহমান সরদারের ছেলে তুহিন সরদার, ইদ্রিস হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার। পিরোজপুর চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের পারলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট খ.ম হায়দার বিষিয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ- গত ১৪ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলার ১১ বড় মাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগের একটি অফিস উদ্বোধনের সময় রাজনৈতিক বিরোধের জেরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ককটেল বিস্ফোরিত হয়। এতে অন্ততঃ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম বাদী হয়ে ১৫ জুলাই শুক্রবার বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান (আ.লীগ বিদ্রোহী) নাসির হোসেন হাওলাদারকে প্রধান আসামি করে ২৫ নানীয় এবং অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেছেন।