ভোলা প্রতিনিধি :
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাইটগার্ড ইব্রাহীমই বিদ্যালয়ের সকল কর্তা। নাইটগার্ড বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মত ভুমিকা পালন করেন। লাঞ্ছিত করেন যাকে তাকে।
স্থানীয় প্রভাবশালী বলে রাজাপুরের খেটে-খাওয়া মানুষদের সামান্য কিছু হলেই গায়ে হাত তুলেন নাইটগার্ড ইব্রাহিম।
রাজাপুর ২নং ওয়ার্ডের নাছির ফকিরের ছেলে জেলে সবুজ জানান, গত ৫ই আগষ্ট সকালে আমার নৌকার লোকেরা রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নিচে জাল মেরামত করার সময় নাইটগার্ড ইব্রাহীম এসে তাদের মারধর করে জাল কেটে দেওয়ার পর তারা চলে যায়। আমি জালের বিষয়ে কিছুই জানিনা। দুপুরে আমার বাড়ীর সামনে বের হলে হঠাৎ ইব্রাহিম এসে কোন কথা না জিজ্ঞেস করে আমার শার্টের কলার ধরে জুতা দিয়ে মারধর করেন। মারধর করার পর আমি স্থানীয় মেম্বার, স্কুলের সভাপতিসহ সবাইকে জানিয়েছি তারা সবাই ইব্রাহিমের বিচার করতে অপারগতা প্রকাশ করার পর আমি ইলিশা ফাঁড়িতে একটি অভিযোগ করেছি ওই অভিযোগ করার পরেও আমাকে একাদিকবার হুমকি দিয়েছে ইব্রাহীম।
অভিযুক্ত ইব্রাহীমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাজাপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর সর্দার বলেন বিষয়টি আমি শুনেছি, এটা দুঃখজনক ইচ্ছে করলেই তো কারো গায়ে হাত তুলতে পারে না।
রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নবী বলেন, বিষয়টি আমি জানি তবে কাউকে মারধর করা বড় অন্যায় যেহেতু সভাপতি আছে মেম্বার আছে আমি আছি আমাদের না জানিয়ে এটা কি ভাবে করে বুঝতে পারছি না।
রাজাপুর ২নং ওয়ার্ডের মেম্বার মাসুদ রানা বলেন, আমাকে সবুজ জানিয়েছে।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ আলী আজম বলেন এই বিষয়ে সবুজ ফাঁড়িতে একটি অভিযোগ করেছে, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।