বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেননি বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মেয়র পদে এবার আওয়ামী লীগের মনোনয়ন পান সাদিক আবদুল্লাহর চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মনোনয়ন নিয়ে শুরু থেকেই চাচা-ভাতিজার মধ্যে বিভেদ চলছিল।
সাদিক আবদুল্লাহ প্রায় আড়াই মাস ঢাকায় অবস্থান করছেন। চাচার নির্বাচনী প্রচার-প্রচারণায় ছিলেন না। সোমবার ভোট দিতেও আসেননি।
সাদিক আবদুল্লাহ ১৯ নম্বর ওয়ার্ডের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রের ভোটার। সোমবার ওই কেন্দ্রে ভোট দেন মেয়র প্রার্থী আবুল খায়ের। এ সময় গণমাধ্যমকর্মীরা জানতে চান, ‘মেয়র সাদিক ভোট দিতে আসবেন কি না?’ আবুল খায়ের এ বিষয়ে কথা বলবেন না বলে জানিয়ে দেন।
জানা গেছে, দলের মনোনয়ন নিশ্চিত করতে সাদিক আবদুল্লাহ গত ৪ এপ্রিল ঢাকায় যান। ওইদিন কয়েক হাজার অনুসারী লঞ্চঘাটে উপস্থিত হয়ে স্লোগান দিয়ে তাকে বিদায় জানান। স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত মনোনয়ন বোর্ড ১৫ এপ্রিলের সভায় আবুল খায়ের আবদুল্লাহকে বরিশাল সিটির মনোনয়ন দেয়।
এরপরেই বরিশালের আওয়ামী লীগের রাজনীতির পটপরিবর্তন ঘটে। গত এক দশক সাদিকের দাপুটে সময়ে কোণঠাসা আওয়ামী লীগ নেতাকর্মীরা আবুল খায়েরকে ঘিরে নতুন বলয় তৈরি করেন। বরিশালে এলে মেয়র সাদিককে প্রতিহত করার ঘোষণা দেন খায়েরপন্থীরা।
প্রার্থী খায়েরসহ অনুগত নেতারা দাবি করেন, সাদিক বরিশালে এলে নৌকার ভোট কমবে। পরিবর্তিত পরিস্থিতিতে সাদিক আবদুল্লাহ এরপরে আর বরিশালে ফিরেননি।