ভিটামিন ‘এ ‘অভাবে বেশি শিশু অপুষ্টিত জনিত রোগে ভোগে
প্রকাশ: ২৫ মে, ২০২১, ৬:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
মোঃ তাজেম আলী,মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন এডভোকেসী ওকর্ম পরিকল্পনা সভা আজ সকাল ১১ টা সময় উপজেলা স্বাস্হ্য কম্পেলেক্স সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন মাসুদ বলেন ভিটামিন ‘এ অভাবে শিশুরা অপুষ্টিজনিত রোগে ভোগে সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছানে মাধ্যমে শিশু মৃত্যু প্রতিরোধ করতে সকলের প্রতি সচেতন হবে এবং মেহেন্দিগঞ্জ উপজেলা ১১২টি সাব ভোলক অস্থায়ী ১টি স্হায়ী কেন্দ্র রয়েছে আপনারা দায়িত্ব পালনে ভিটামিন এ প্লাস ৬-১১ মাস প্রতি ছয় মাস অন্তত বছরে একবার নীল রঙের ভিটামিন এ ও ১২-৫৯ মাস ছয় মাস অন্তত দুইবার লাল রঙের ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়।সভার সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ এম এস রমিজ সভা উপস্থিতি ছিলেন মেডিকেল অফিসার ডাঃ আবিদ হাসান আজাদ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম , মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলী সভা পরিচালনা করেন মেডিকেল টেকনোলজিষ্ট (ইপি আই) আবুল বাশার সহ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মীবৃন্দ ছিলেন। সভায় আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাস্তবায়নে ঃ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিদানও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর পরিকল্পনা মন্ত্রনালয়।