মোঃ রাকিবুল ইসলাম রুবেল,ভোলা প্রতিনিধি,ভোলার বোরহানউদ্দিনের একটি বালু খোলা থাকে মো.রনি(২৪) নামের এক ট্রাক শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
রবিবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেউলা ইউনিয়নের তালুকদার হাট এলাকার শাহিন হাওলাদারের বালু খোলা থাকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ট্রাক শ্রমিক মো.রনি বোরহানউদ্দিন পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মো.মফিজলের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় একটি ট্রাকের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন রনি। গত ৪ দিন আগে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসেন তিনি। শনিবার রাত ৯ টার পর থেকে নিখোঁজ হন রনি। রবিবার দুপুরে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনির হোসেন মিয়া জানান, ঘটনার তদন্ত চলমান আছে। তদন্ত শেষে ঘটনার আসল কারণ জানা যাবে।