বোদায় একই পরিবারের চারজনের মৃত্যু, স্বজনদের আহাজারি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবিতে পরিবারের চার সদস্যকে হারিয়ে বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের হাতিডুবা ছত্রশিকারপুর গ্রামের রবিন চন্দ্রের ছেলে বিষ্ণু (৩), তার স্ত্রী, ছোট ভাই কার্তিক রায়ের স্ত্রী লক্ষ্মী রানী (২৫) ও বড় ভাই বাবুল রায়ের ছেলে দীপঙ্কর (৩) নিহত হয়।
সন্ধ্যায় সরেজমিনে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, স্ত্রী-সন্তান হারিয়ে পাগল প্রায় রবিন চন্দ্র। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। তাকে সান্তনা দেয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না স্বজনরা।
বিলাপ করতে করতেই ভাটাশ্রমিক রবিন বলছিলেন, বাচ্চাগুলোর নতুন কাপড়চোপড় কেনার জন্য টাকা জোগাড় করেছিলাম। সেই টাকা এখন স্ত্রী–সন্তানের সৎকারে খরচ করতে হবে ভাবিনি। আমার সব শেষ হয়ে গেল।
স্থানীয় সূত্র জানায়, হিন্দু ধর্মাবলম্বীদের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো মানুষ নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবিতে এখন পর্যন্ত ২৮ জন মারা গেছেন। মৃতদের অধিকাংশই নারী ও শিশু।