ষষ্ঠ জনশুমারি ২০২২-এ দেখা গেছে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। এর মধ্যে নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। প্রথমবারের মতো দেশে পুরুষের চেয়ে নারী বেড়েছে প্রায় ১৬ লাখ। তবে ক্রমাগত নারীর প্রতি সহিংসতাও বাড়ছে। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে নিজেকে রক্ষায় অনেক নারী নিরাপত্তা চান। চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ মাসে জরুরি সেবা দেওয়া হয়েছে ২০ হাজার ১৩ ভুক্তভোগী নারীকে। গত বছরের চেয়ে এ বছর নারী নির্যাতনের অভিযোগ প্রায় দ্বিগুণ বেড়েছে।
সেরা একশতে ছোঁয়া : বিবিসির জরিপে বিশ্বের প্রভাবশালী ও প্রেরণাদায়ী ১০০ নারীর তালিকায় এ বছর জায়গা পেয়েছে বাংলাদেশের ছাত্রী সানজিদা ইসলাম ছোঁয়া। বাল্যবিয়ের বিরুদ্ধে সোচ্চার থেকেই এ অর্জন ছোঁয়ার। তার সঙ্গে আছেন বন্ধু ও শিক্ষকরা। বাল্যবিয়ের কোনো ঘটনা জানলে তারা পুলিশকে জানান। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোঁয়ার কার্যক্রম এখনো চলছে। নিজেদের পরিচয় দেন ঘাসফড়িং বলে। এখন পর্যন্ত ৫০টি বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা রেখেছে ঘাসফড়িং।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পুরস্কার পেলেন রোজিনা : চলতি বছরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যান্টিকরাপশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, কোভিড-১৯ মহামারির সময়ে দুর্নীতিপরায়ণ কর্মকর্তারা কীভাবে জনগণের অর্থ আত্মসাৎ করেছেন, তা রোজিনার প্রতিবেদনে উঠে এসেছে।
কে-টু চূড়ায় ওয়াসফিয়া : প্রথম বাংলাদেশি হিসেবে এ বছরের ২২ জুলাই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পাকিস্তানের কে টু জয় করেন ওয়াসফিয়া নাজরীন। ১৭ জুলাই ফেসবুক পোস্টে ওয়াসফিয়া বলেন, আমরা আজ রাতে নিমসদাই, মিংমা তেনজি শেরপা এবং মিংমা ডেভিড শেরপার নেতৃত্বে কে-টু জয়ের জন্য যাত্রা করছি।