বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নে বিএনপির জনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় পুলিশের লাঠিচার্জে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে কলসকাঠি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আবুল হোসেন খানের নেতৃত্বে কলসকাঠি বাজারে লিফলেট বিতরণ, পথসভা ও জনসংযোগ করা হয়। এ সময় বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দীন মিলনের নেতৃত্বে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।
এতে বাকেরগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন আর রশিদ জোমাদ্দার এবং কলসকাঠি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আল আমিনসহ ১০ জন আহত হন।
সাবেক এমপি আবুল হোসেন খান বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন।
লাঠিচার্জের ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দীন মিলন জানান, কলসকাঠিতে বিএনপির আবুল হোসেন খান গ্রুপ ও হারুন শিকদার গ্রুপ একই স্থানে সভা শুরু করে। তাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা থাকায় পুলিশ তাদের সরিয়ে দেয়।