বাবুগঞ্জে শ্যামলী পরিবহনের চাপায় নিহত ও মৃতের সংখ্যা ৪, আহত ২ জন
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২২, ১১:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
মোস্তাফিজুর রহমান টুলু(বরিশাল)বাবুগঞ্জ ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর সেতুর উত্তর ঢালে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ৩ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভ্যান চালক মারা যান। ইকই দুর্ঘটনায় উত্তর রহমতপুর এলাকার মৃতঃ মোবারক হাওলাদারের স্ত্রী মোসাঃ জাহানারা বেগম দুর্ঘটনার দৃশ্য প্রত্যক্ষ করে অসুস্থা হয়ে পরলে তাকেও শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয় এবং তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। রবিবার ২৮ আগস্ট সকাল পৌনে ১২টার দিকে রহমতপুর সেতু এলাকার উত্তর ঢালে বাস স্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
মৃত জাহানারা বোগম(৪৫)ছাড়া নিহতরা হলেন, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি গ্রামের মোঃ ফজলুল হক (৭০) একই এলাকার মোঃ জলিলের স্ত্রী পলি আক্তার (৪০) এবং মৃত ওহাব খানের ছেলে ভ্যান চালক জয়নাল(৪০)।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্য আব্দুর রহমান জানান, বাসের চাপায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যান চালক জয়নালের মৃত্যু হয়েছে।
আহত অন্য দু’জন হলো, নিহত পলি আক্তারের কন্যা রাফিয়া (১৮), মানিককাঠি এলাকার মো. রাসেলের ছেলে মোঃ তাওহীদ (৪)। নিহতদের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল পৌনে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে রহমতপুর সেতুএলাকায় কুয়াকাটা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের (নং ঢাকা মেট্রো-ব ১৫-০৮৭৩) বাসটি রহমতপুর অতিক্রম কালে উপজেলার মানিককাঠী থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যানকে চাপা দিলে দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় জনতা সড়কে গতিরোধক নির্মাণের দাবীতে প্রায় ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা ও ইউপি চেয়ারম্যান মৃধা মু. আক্তার উজ-জামান মিলনের হস্তক্ষেপে অবরোধ তুলেন নেন। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার পরে চালক পালিয়েছে। বাস ও ভ্যান উদ্ধার করা হয়েছে।