বানারীপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ব্লাড ডোনার সংগ্রহে ক্যাম্পিং অনুষ্ঠিত
প্রকাশ: ৮ আগস্ট, ২০২২, ৮:৩৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি :-
বরিশালের বানারীপাড়ায় সেচ্ছাসেবী সংগঠন বানারীপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় ও ব্লাডডোনার সংগ্রহে ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
৭ আগষ্ট রবিবার বানারীপাড়া ডিগ্রি কলেজে ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ব্লাড গ্রুপিংয়ের পাশাপাশি সকলকে রক্ত দানের জন্য আহবান করা হয়েছে। শ্রেনী কক্ষে গিয়ে সকলকে রক্ত দানে উৎসাহ প্রদান এবং মানবিক ও সামাজিক যেকোনো ভালো কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
উপদেষ্টা মোঃ মনিরুল ইসলাম খানের সভাপতিত্বে ও
প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনির প্রচেষ্টায় এবং ভাচুয়ালি যুক্তথেকে বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা মুক্তা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ সজল চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সুমন হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রিফাত, সমাজ সেবক বিষয়ক সম্পাদক মোঃ শাওন হাওলাদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের আহমেদ নিরব, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মুমিনুল। এ সময় সংগঠনের উপদেষ্টা জিয়াউর রহমান অনুষ্ঠানে যোগদান করতে না পারলেও মুঠোফোনে সার্বিক খোজ খবর নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদস্য নাজনিন আক্তার, হাসিবুল ইসলাম যুব, মোঃ বাবুল, মোঃ অলি।
বানারীপাড়ার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’র অভিজ্ঞ প্যাথলজিস্ট মিরাজ আহমেদ’র নিখুত দায়ত্বশীলতার মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে এ ক্যাম্পিং এ অংশগ্রহন করেন।
উক্ত ক্যাম্পিং এ ব্লাড ব্যাংকের সদস্যরা মানবিক ও সামাজিক যেকোনো ভালো কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানায়। সকলে এগিয়ে আসলে রক্তের অভাবে বানারীপাড়ার ১জন মানুষও ক্ষতিগ্রস্ত হবে না। এ প্রত্যয়কে সামনে রেখে তাদের পরবর্তী ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প চাখার কলেজ এবং বাইশারী কলেজে অনুষ্ঠিত হবে বলে জানান।