বানারীপাড়ায় হটাৎ ঝড়ো হাওয়া ও জলাবদ্ধতায় দিশেহারা কৃষক
প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২২, ৩:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধিঃ-
বানারীপাড়ায় হটাৎ ঝড়ো হাওয়া বৃষ্টি ও ব্রীজ নির্মানের জন্য খাল আটকানোতে সৃষ্টি জলাবদ্ধতায় দিশেহারা কৃষক।
বরিশালের বানারীপাড়ায় সোনালী ফসল ধান পাকার সময় হয়েছে। আর মাত্র কয়েকটি দিন তারপর ফসল ঘড়ে উঠবে। কিন্তু সে স্বপ্নেকে মলিন করে দিল হটাৎ ঝড়ো হাওয়া বৃষ্টি। একদিকে যেমন প্রান ফিরে পেয়েছে প্রকৃতি অপরদিকে পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ছে। যা কেটে ঘড়ে তোলা দুঃসাধ্য ব্যাপার। কষ্ট হলেও করা যেত কিন্তু সে ধান পানি ডুবে থাকলে তো আর কথা নেই। ঘড়ে তুলা আর না তোলা সমান কথা। সে রকমই ই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সৈয়দকাঠী ইউনিয়নের কৃষক।
বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নের নিমতলা নামক স্থানে একটি ব্রীজ নির্মান কাজ শুরু হয়ে বন্ধ আছে দীর্ঘ দিন। কিছুদিন আগে চলমান খালে খুটি গেড়ে বালু ভরাট করে দেয়া হয়। এতে নদীর পানি খাল বিলে আশা যাওয়া বন্ধ হয়ে যায়। উল্লেখ্য যে সেখানে কোন পয়েন্ট বা পানি আসা যাওয়ার ব্যাবস্থা না রেখেই খাল বন্ধ করে দেয়া হয়েছে। এতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান ক্ষেত। এবং ঝড়ো হাওয়ায় ধান শুয়ে যায় এবং পানিতে ডুবে যায়।
কৃষকদের সাথে কথা বলে জানা গেছে পানি দ্রুত বের না করতে পারলে অধিকাংশ ধান পচে যাবে। বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে কৃষক। তাই দ্রুত এর ব্যাবস্থা গ্রহন করে কৃষকের ক্ষতি থেকে বাচাতে আকুল আবেদন করেছে এলাকার কৃষক।
কৃষকগন সরল স্বভাবের মানুষ হওয়ায় তারা কার কাছে যাবে তা বুঝতে পারে না। আবার খাল ভরাটে বাধা দিলে সরকারি কাজে বাধার সমান বলে জানান তাই ভয়ে কেউ কিছু করছে না। সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।