বানারীপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ৩৩ টি মামলা। জড়িমানা আদায়
প্রকাশ: ৩ জুলাই, ২০২১, ১১:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
এনামুল কবির পলাশ:
বরিশালের বানারীপাড়ায় করোনা রোধকল্পে “পুলিশ বাড়িয়েছে সেবার হাত, করোনা নিপাত যাক” এই শ্লোগানকে সামনে রেখে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। চলছে সচতনতা মূলক প্রচার মাইকিং । তার সাথে চলছে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান। এ অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় ৩৩ টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে মোট ১৭৬০০ টাকা ।
করোনাভাইরাসজনিত রোগ (কোভিট-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ এর নির্দেশনা বাস্তবায়নে পুলিশের মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সক্রিয় অংশগ্রহনে সচেতনতামূলক কার্যক্রমে বানারীপাড়া থানা এলাকার বিভিন্ন সড়ক ও বাজার সমূহে উপজেলা নির্বাহি কর্মকর্তা রিপন কুমার সাহা এবং মোঃ হেলাল উদ্দিন অফিসার ইনচার্জ বানারীপাড়া থানার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন এর নেতৃত্বে বানারীপাড়া থানা এলাকার বিভিন্ন বাজার সমূহে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। লকডাউনের বিধি বিষেধ অমান্য করে স্বাস্থ্যবিধি না মানায় ০২টি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন দোকান ও পথচারী সহ মোট ৩৩ জনকে ১৭,৬০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
সার্বিক সহোযোগিতায় দিন রাত পরিশ্রম করছে পুলিশের চৌকশ টিম এবং আনসার সদস্য।