বানারীপাড়ায় সাংসদের কাছে সাহায্য চাইলেন লিভার আক্রান্ত ছেলের বৃদ্ধা মা
প্রকাশ: ২ জুলাই, ২০২১, ১১:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলতা গ্রামের মৃত আব্দুল ছালেক হাওলাদারের ছেলে মো. হালিম হাওলাদার গত দুই মাস ধরে লিভার রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী।
হালিম হাওলাদারের চিকিৎসায় খরচ জোগাতে সহয়সম্বল যা কিছু ছিলো সবকিছুই বিসর্জন দিয়ে অনেকটাই অস্বচ্ছতায় খেয়ে না খেয়ে দিন পার করছে বৃদ্ধ ‘মা’ সহ ৬ সদস্যের এই পরিবারটি।
২ই জুলাই শুক্রবার বিকেলে লিভার আক্রান্ত হলিমের স্ত্রী বলেন, একটা সময়ে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সুখের সংসার ছিল আমার। আওয়ামী লীগ নেতা মরহুম তসলিম তালুকদারের বিশ্বস্ত সহকারী ছিলো আমার স্বামি,এবং তার কন্ট্রাক্টরের সাইডের কাজ লেবারের মাধ্যমে করে দিতেন। আজ আমার স্বামী কঠিন রোগে আক্রান্ত সবকিছুই শূন্য হয়ে গেছে এখন আর চিকিৎসা করার মত কোন সামর্থ নেই।
এদিকে লিভার আক্রান্ত হলিমের পেট স্বাভিকের চেয়ে ফুলে গেছে অনেকটাই। ছেলের কাছে এসে বসে বৃদ্ধ ”মা” মাহামুদা বেগম (৮৫) বলেন, নিজের চোখে ছেলেটাকে চিকিৎসার অভাবে কষ্ট পাওয়া দেখাটা খুবই কষ্টকর। তিনি আরো বলেন, আমার অনেক বয়স হয়েছে আমি মারা যাচ্ছি না আর আমার বুকের ধন মানিক কতটাই না মৃত্যু রোগে কষ্ট পাচ্ছে। হে আল্লাহ আমাকে নিয়ে যাও আর আমার ছেলেটাকে বাচিয়ে দেও বলে কাঁদতে থাকে।
লিভার আক্রান্ত হলিমের চিকিৎসা চালাতে পরিবারের সবাই বরিশাল ২ আসনের সাংসদ সদস্য শাহে আলমের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করবেন বলে ও জানান।