বানারীপাড়ায় সচতনতা মূলক কার্যক্রম অব্যাহত। ১৫ জনকে জরিমানা
প্রকাশ: ২ জুলাই, ২০২১, ১১:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
এনামুল কবির পলাশ:
বরিশালের বানারীপাড়ায় করোনা রোধকল্পে সচতনতা মূলক প্রচার মাইকিং অব্যাহত রয়েছে। স্বাস্থ্যবিধি না মানায় ১৫ টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে মোট ৬২০০ টাকা ।
নোবেল করোনা ভাইরাস রোধের জন্য ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত করোনার বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ করছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় লক ডাউনের দ্বিতীয় দিন ২ জুলাই বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের ফেরীঘাট, বাইশারী বাজার, সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার ও বানারীপাড়া বাজার এলাকায় বিকাল ৫:০০ টা থেকে ৬:৩০ টা পর্যন্ত সরকারি নির্দেশ অমান্য করে বিকাল ৫:০০ টার পর কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রাখার অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিপন কুমার সাহা এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ হেলাল উদ্দিন সহ থানার পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগীতা প্রদান করে। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ এর নির্দেশনা অমান্যের দায়ে সকালে ৩ টি মামলায় মোট ২২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং বিকালে ১২ টি মামলায় মোট ৪০০০ টাকা জরিমানা আদায় করা হয়।