বানারীপাড়ায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
প্রকাশ: ৫ আগস্ট, ২০২২, ৯:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি :-
বরিশালের বানারীপাড়ায় মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ৫ আগস্ট শুক্রবার সকাল ১০:৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এর মধ্য দিয়ে কর্মসূচি পালন শুরু হয়। পরে অলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় অতিথিদের বক্তব্যে শহীদ শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ফলের চারা বিতরণ করা হয়।