বরিশালের বানারীপাড়ায় রাতের আধারে ট্রলারের ধাক্কায় ব্রীজ ক্ষতিগ্রস্থের অভিযোগ। চলাচলের অনুপযোগী।
২০ আগষ্ট শনিবার সকালে বানারীপাড়ার ৩নং সৈয়দকাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মালিকান্দা গ্রামের ভাড়ানী খালের পশ্চিমম পাশে নির্মিত লোহার পুলটি মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। যা একাবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
এলাকাবাসীর তথ্য মতে, ১৯ আগষ্ট শুক্রবার রাতে ট্রলারের ধাক্কায় ব্রীজটি দুমড়ে মুচড়ে যায়। বর্তমানে উপর থেকে মানুষ জন চলাচল ও ব্রীজটির নীচ থেকে কোন নৌকা, ট্রলার এবং বন্ধ রয়েছে। অথচ এ ব্রীজ অত্যান্ত গুরুত্বপূর্ণ কোমলমতি ছাত্র, ছাত্রী এবং সাধারণ মানুষের জন্য। পূর্ব মালি কান্দা সরকারী প্রথমিক বিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদের বিদ্যালয়ের যাওয়ার জন্য এ ব্রীজটি ব্যাবহার করতে হয়। স্কুলের ছাত্র /ছাত্রীরা এ ভাঙ্গা ব্রীজ থেকে স্কুলে যেতে পারছে না।
তাই যথাযথ কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর আবেদন দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করে ব্রীজটি চলাচলের উপযোগী করলে সাধারণ মানুষ উপকৃত হবে। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা তাদের স্কুলে যাবার পথ সুগম হবে। নয়ত ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।