বানারীপাড়ায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশ: ১১ জুন, ২০২২, ৫:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:-
বরিশালের বানারীপাড়ায় উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যাস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন।
১০ ও ১১ জুন শুক্রবার ও শনিবার বানারীপাড়ার উপজেলা কৃষি দপ্তরের হল রুমে সাসটেইনেবল কোষ্টাল ও মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যাস্থাপনা বিষয়ক মৎস্যজীবিদের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উক্ত প্রশিক্ষণে নিষেধাজ্ঞা কালীন সময়, কোন সময় কোন মাছ ধরা যাবে না, কোন কোন জাল অবৈধ কোন অবৈধ, মৎস্য সম্পদ রক্ষা, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, জেলে নিবন্ধন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসটেইনেবল কোষ্টাল ও মেরিন ফিসারিজ প্রকল্পের উপ পরিচালক কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী বিনয় ভুষন মল্লিক, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির পলাশ, সুমন হাওলাদার।