বানারীপাড়ায় মৎস্য সম্পদ রক্ষায় আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশ: ১০ এপ্রিল, ২০২২, ১২:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
এনামুল কবির পলাশ, বানারীপাড়া( বরিশাল) প্রতিনিধিঃ-
বরিশালের বানারীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
বানারীপাড়া উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বরিশাল বিভাগীয় উপ পরিচালক আনিচুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোঃ মনিরুল ইসলাম, পরিবীক্ষন ও মূল্যায়ন কর্মকর্তা আসলাম হোসেন শেখ, বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রুম্মান মিয়া, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির, মোঃ সুমন হাওলাদার।
এ সময় মৎস সম্পদ রক্ষায় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারায় বৈধ- অবৈধ জাল সম্পর্কে ধারনা, অমান্যকারীদের শাস্তি, এবং অবৈধ জালের ক্ষতি সমূহ তুলে ধরেন। এ সময় সকলের ঐক্য বদ্ধ হয়ে কাজ করে অবৈধ জাল নির্মূলের কাথা জানান।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের মৎস্যজীবি উপস্থিত ছিলেন।