বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি জামে মসজিদের ইমাম নামাজের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে লাঞ্ছিত হয়েছেন।
৩১ তারিখ সরোজমিনে গিয়ে জানাগেছে ঘটনার সূত্রপাত গত ২৯ মে রবিবার। আসরের আযানের পূর্বে দলিল উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার, শিয়ালকাঠী জামে মসজিদের ইমাম শিহাব উদ্দিন নামাজ পরাতে বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্য
রওনা দেয়। পথে ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার নাসির সরদারের সাথে দেখা হলে তাকে নামাজ আদায়ের দাওয়াত দেন এবং মসজিদে আসতে বলেন। পরবর্তীতে ইমাম সাহেব ওখান থেকে মসজিদে চলে যায়। নামাজ শেষে বাসায় যাওয়ার পথে নাসির সরদার ইমাম কে দেখে উত্তেজিত হয়। এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে শারীরিক ভাবে লাঞ্ছিত করে।
এতে আসেপাশের লোকজন দোকানিরা নাসিরের উপর ক্ষেপে যান। প্রতিবাদ করতে বিক্ষুব্ধ জনতা সামনে এগিয়ে এলে নাসির সরদার ঘটনা স্থান থেকে পালিয়ে যায়।
৩১ মে বিকেলে আসরের নামাজের পরে বিক্ষুপ্ত জনতা এবং মসজিদের কমিটি ও মুসল্লীদের সহযোগীতায় এলাকার সাধারণ মানুষের সামনে ইমাম সাহেবের পা ধরে ক্ষমা চাওয়ানো হয়। ইমাম সাহেব ও তাকে ক্ষমা করে দেন।
এ ব্যাপারে ইমাম সাহেব জানান, তাকে (নাসির সরদার) কে মাফ করে দিয়েছি এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য অনুরোধ করেছি।
এ বিষয়ে জামে মসজিদের সভাপতি খলিল মোল্লা জনান, নাসির সরদার একটা জঘন্যতম অপরাধ করেছে। ক্ষমা মহত্তের লক্ষন। তাই তাকে ক্ষমা করে ভালো হওয়ার সুযোগ দেয়া হয়েছে।