বানারীপাড়ায় জড়িমানার বদলে খাদ্য সহায়তা দিলেন ইউএনও
প্রকাশ: ২৮ জুলাই, ২০২১, ৪:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
এনামুল কবির পলাশ, নিজস্ব প্রতিনিধিঃ
বানারীপাড়ায় লকডাউনের নির্দেশনা অমান্য করে রিকশা চালাতে বের হওয়ায় তাদের শাস্তি না দিয়ে ১০ কেজি চাল প্রদান করে বাসায় থাকার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা।
করোনাভাইরাসজনিত রোগ (কোভিট-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ এর নির্দেশনায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী বানারীপাড়া উপজেলায় রাস্তায় বের হওয়া রিকশা চলকদের শাস্তির আওতায় না এনে জনপ্রতি ১০ কেজি চাল প্রদান করে। এবং রিকশা নিয়ে রাস্তায় বের না হয়ে বাসায় থাকার করার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা, পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া থানা ওসি (তদন্ত) জাফর।
এ সময় বলেন, করোনা মহামারীতে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনে খাদ্য অভাবে হলে ৩৩৩ নম্বরে কল দিবেন। বাসায় খাদ্য সহায়তা পৌছে দেয়া হবে।
“ঘরে থাকুন নিরাপদে থাকুন পরিবার পরিজনকে, নিরাপদ রাখুন “।লকডাউন বাস্তবায়নে আমাদের সহযোগিতা করুন।