বানারীপাড়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরন হিসেবে বকনা বাছুর প্রদান।
২০ এপ্রিল বরিশালের বানারীপাড়া হলরুম প্রঙ্গনে উপজেলার নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও বানারীপাড়া মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরন হিসেবে বকনা বাছুর প্রদান করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম এমপি।
এ সময় ১০ জন বৈধ জাল ব্যাহারকারী ইলিশ জেলেদের মৎস্য আইন মান্য করে মাছ ধরা শর্তে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বছুর প্রদান করা হয়। যাতে নিষেধাজ্ঞা কালীন মাছ ধরা বন্ধ রাখলেও তারা পরিবারের খরচ মিটাতে পারে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন বানারীপাড়া মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী বিনয় ভুষন মল্লিক, ক্ষেত্র সহকারী রুম্মান মিয়া, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির, সুমন হাওলাদার।