বরিশালের বানারীপাড়ার খাল ভরাট করে ব্রীজ নির্মান কাজে পানি দূষিত হয়ে ব্যাবহার অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী।
বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিমতলা নামক স্থানে একটি ব্রীজের কাজ চলমান। এখানে ব্রীজ নির্মানের জন্য জনগুরুত্বপূর্ণ খালটির মাঝখানে খুটি গেড়ে বালু দিয়ে ভরাট করে খালে জোয়ার ভাটার পানি আসা যাওয়া বন্ধ করে দেয়। এতে খাল, শাখা খাল ও পুকুরের পানি পঁচে দুর্গন্ধ হয়ে ব্যাবহার অনুপযোগী হয়ে পড়ছে। তবুও নিরুপায় হয়ে বিভিন্ন কাজে ব্যাবহার করে যাচ্ছে। চারদিকে পরিষ্কার পানি থাকতেও এভাবে পচা পানি ব্যাবহার করতে হবে তা কারোরই কাম্য নয়। কিন্তু গ্রামের সহজ সরল মানুষ নিরুপায় হয়েও প্রতিবাদ করতে পারছে না। আর যারা সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধি তারা নিজেদের বাসায় গভীর নলকূপ ও মটর দিয়ে পানি তুলে ব্যাহার করায় তাদের সমস্যা হচ্ছে না তাই তাতের কাছে এর গুরুত্ব নেই বললেই চলে।
এলাকাবাসী থেকে জানা গেছে, কিছু দিন আগে এলাকার কয়েকজন সমস্যার কথা তুলে ধরলে পাশ থেকে ছোট একটি নালা কেটে দেয় পানি আসা যাওয়ার জন্য। এতে যে পরিমান পানি আসা যাওয়া করে এতে পানি পরিষ্কার হচ্ছে না। তাই ভোগান্তিও কমছে না।
এ ধরনের জনগুরুত্বপূর্ণ খালে বাঁধ দিয়ে উন্নয়ন কাজ করতে গিয়ে উল্টো ভোগান্তিতে পড়েছে মানুষ। এ ভোগান্তি থেকে দ্রুত সমাধানে যথাযথ কর্তৃপক্ষের দিকে তাকিয়ে এলাকার সাধারন মানুষ। কবে পরিত্রান পাবে এ আশাতেই এখন সৈয়দ কাঠীর সাধারণ জনগন।