বানারীপাড়ায় গ্রাম পুলিশের ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরুষ্কার বিতরন
প্রকাশ: ৬ জুলাই, ২০২২, ৬:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:-
বরিশালের বানারীপাড়ায় গ্রাম পুলিশের চৌকিদার দফাদারদের ভালো কাজে স্বীকৃতি স্বরুপ পুরুষ্কার বিতরন করা হয়েছে।
৬ জুলাই বুধবার বানারীপাড়া থানা প্রাঙ্গনে সকল ইউনিয়নের ওয়ার্ডের দায়িত্বরত গ্রাম পুলিশ, চৌকিদার, দফাদারদের সাপ্তাহিক হাজিরা ও চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় ভালো কাজের পুরুষ্কার হিসেবে নগদ অর্থ প্রদান করেন বানারীপাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন।
এতে করে নিজেদের দায়িত্বের পাশাপাশি তারা যাতে বিভিন্ন সেবা মুলক কাজ করে। এবং আইন বাস্তবায়নে আরো গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাদের পুরুষ্কৃত করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা চলমান থাকবে।
উক্ত অনুষ্ঠানে দফাদারদের মধ্যে পুরুষ্কৃত হয়েছেন চাখার, বানারীপাড়া সদর ও বাইশারি ইউনিয়নের । এবং চকিদারদের মধ্যে পুরুষ্কৃত হয়েছে চাখার ইউনিয়নের কাওসার ও বাইশারি ইউনিয়নের মালেক।