বানারীপাড়ার সৈয়দকাঠীতে চেয়ারম্যান মন্নান মৃধার ফ্রি টিকা নিবন্ধন কার্যক্রম শুরু
প্রকাশ: ১৪ জুলাই, ২০২১, ৬:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
এনামুল কবির পলাশ নিজস্ব প্রতিনিধি,বানারীপাড়া, বরিশাল:
বরিশালের বানারীপাড়া থানাধীন সৈয়দকাঠী
৩ নং সৈয়দকাঠী ইউনিয়নে বিনামূল্যে টিকা নিবন্ধন কার্যক্রম শুরু করছেন সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারন সম্পাদক, সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, ৩নং সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আব্দুল মন্নান মৃধা। যার সমস্ত খরচ বহন করবেন তিনি নিজে।
দেশে টিকা আসার পর তা দ্রুত পৌছে গেছে টিকা কেন্দ্র গুলোতে। চলছে টিকার রেজিষ্ট্রেশন কার্যক্রম। কেউ যাতে ভোগান্তির স্বীকার না হয় নিবন্ধনের নাম করে টাকা আত্বসাৎ না করতে পারে সে উদ্দেশ্য নিজ খরচে সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১টি ফ্রি নিবন্ধন সেন্টার চালু করেছেন। যার যাবতীয় খরচ তিনি নিজেই বহন করবেন।
তিনি একজন মানবিক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও হিসেবে সকলের কাছে পরিচিত। তিনি করোনাকালীন সময়ে অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষকে সরকারি ও নিজ অর্থায়নে সাহায্য করে আসছেন। তারই ধারাবাহিকতায় যুক্ত হলো বিনামূল্যে টিকা নিবন্ধন কার্যক্রম নামে একটি মহৎ কাজ।
এ ব্যাপারে তিনি বলেন, সকলে ধীরে ধীরে টিকা পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য টিকার ব্যাবস্থা করবেন। কেউ যাতে ভোগান্তির স্বীকার না হয় তাই আপাতত ১ টি টিকা রেজিষ্টেশন সেন্টার বিনামুল্যে সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। যা পরবর্তীতে আরো বাড়ানো হবে। আসুন যারা এখনও টিকা গ্রহন করিনি তারা সবাই রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহন করে নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখি। ঘরে থাকুন সুস্থ থাকুন, বাহিরে বের হলে মাস্ক পরুন।
তার এই সময় উপযোগী এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন জনগন।