বানারীপাড়ার উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদার প্রশংসনীয় উদ্যোগ। বিনামুল্যে করোনা ভাইরাসের টিকা নিবন্ধনের জন্য ২ টি স্থান নির্বাচন করেছেন।
দেশে টিকা আসার পর তা দ্রুত পৌছে গেছে টিকা কেন্দ্র গুলোতে। চলছে টিকার রেজিষ্ট্রেশন কার্যক্রম। কেউ যাতে ভোগান্তির স্বীকার না হয় নিবন্ধনের নাম করে টাকা আত্বসাৎ না করতে পারে সে উদ্দেশ্য নিজ খরচে ২ টি নিবন্ধন সেন্টার ঘোষনা করেছেন। যার খরচ তিনি নিজেই বহন করবেন।
তিনি একজন মানবিক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও যুবসমাজের আইকন হিসেবে সকলের কাছে পরিচিত। তিনি করোনাকালীন সময়ে অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষকে নিজ অর্থায়নে সাহায্য করে আসছেন। তার ধারাবাহিকতায় যুক্ত হলো বিনামূল্যে টিকা নিবন্ধন কার্যক্রম নামে একটি মহৎ কাজ।
টিকা নিবন্ধনের ঠিকানা বানারীপাড়া পৌর শহরের মধুচাক সংলগ্ন মো: সজিব রহমান মানিক,জননী কম্পিউটারের দোকান এবং ডাক বাংলা সংলগ্ন প্রাথমিক শিক্ষক সমিতির অফিস।
তিনি বলেন, সকলে টিকা পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য টিকার ব্যাবস্থা করবেন। কেউ যাতে ভোগান্তির স্বীকার না হয় তাই এই ২ টি টিকা রেজিষ্টেশন সেন্টার বিনামুল্যে সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। যা পরবর্তীতে আরো বাড়ানো হবে। ইউনিয়ন পর্যায়েও থাকবে। আসুন যারা এখনও টিকা গ্রহন করিনি তারা সবাই রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহন করে নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখি।
তার এই মহতী উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন জনগন।