বানারীপাড়ায় শহর রক্ষা বাঁধ পরিষ্কারে এগিয়ে কয়েক যুবক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
বানারীপাড়া প্রতিনিধি:-
বরিশাল বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন শহর রক্ষা বাঁধ পরিষ্কার রাখতে ও মানবিক ও বিবেকের কারনে এগিয়ে এসেছে কয়েক সচেতন যুবক।
বানারীপাড়ার সৌন্দর্য মণ্ডিত স্থান ফেরিঘাট সংলগ্ন শহর রক্ষা বাঁধের রাস্তা। বিকেল হলেই এখানে পরিবার, বাচ্চা নিয়ে সন্ধ্যা নদীর অপরূপ সৌন্দর্য্যে উপভোগ করতে আসে অসংখ্য মানুষ।
কিন্তু সৌন্দর্য উপভোগ করতে এসে যদি দেখা যায় পরিবেশটাই নোংরা কিংবা দুর্গন্ধে ভরা। তখন আর সে পরিবেশ মানুষের প্রসান্তির চেয়ে কষ্টই বেশি হয়। ঠিক এমনটাই হচ্ছে বানারীপাড়ার শহর রক্ষা বাঁধের রাস্তার সাথে। বাজারের পরিত্যাক্ত পলিথিন, কাগজ, ময়লা আবর্জনা, মুরগীর উচ্ছিষ্ট অংশ ফেলে নোংরা ও দুর্গন্ধ যুক্ত করে ফেলেছে। এতে শহর রক্ষা বাঁধে সৌন্দর্য হ্রাস পাচ্ছে। ক্ষতি হচ্ছে ঘুরতে আসা শিশু, বয়স্ক সহ সকল দর্শনার্থীদের।
এ সব দেখে কারো মাথাব্যাথা না থাকলেও বিবেকের নাড়ায় এগিয়ে আসল বানারীপাড়ার উদীয়মান তরুণ সাব্বির, মিজান ও তাদের বন্ধু মাহাতাব বিকেলে শহর রক্ষা বাধের পাশে ফেলে যাওয়া ময়লা আবর্জনা পরিস্কার করে আগুনে পুড়িয়ে ফেলার চিত্র সকলের নজর কাড়ে। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক শুভ মোগল এবং অন্যান্য ব্যবহারকারী এ বিষয়টির ছবি তুলে পোষ্ট করেন। এবং ধন্যবাদ জানান এ উদীয়মান তরুণদের।
এ ভাবেই সকলের সচেতনতায় আমাদের প্রানের বানারীপাড়ার সৌন্দর্য মণ্ডিত শহর রক্ষা বাঁধের রাস্তার সৌন্দর্য ফিরে পেতে পারে।