বানারীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় উদ্বুদ্ধকরন সভা
প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২৩, ৯:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
বানারীপাড়া প্রতিনিধি :- বরিশালের বানারীপাড়ায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারী মঙ্গলবার বানারীপাড়ার চাখার ইউনিয়ন পরিষদ হল রুমে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং মৎস্য দপ্তরের উদ্দ্যোগে উক্ত উদ্বুদ্বকরন সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেল চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু।
এ সময় ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তরের উপ-পরিচালক আনিচুর রহমান তালুকদার। তিনি বলেন, দেশীয় প্রজাতির অধিকাংশ মাছ বিলুপ্তির পথে। সকলের সচেতনায় ফিরে আসতে পারে পারে দেশীয় সুস্বাদু মাছ। তাই সবাই মিলে মৎস্য সম্পদ রক্ষা করি অবৈধ জাল বন্ধ করি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন, মেরিন ফিসারিজ অফিসার প্রতুল জোদ্দার, মেরিন ফিসারিজ সহকারী হুমায়ুন কবির, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার, এনামুল কবির, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমান্য ব্যাক্তিবর্গ, ইউপি সদস্যবৃন্দ, মৎস্য চাষী, নারী মৎস্য চাষী, জেলে।