পিরোজপুরের কাউখালীতে নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মো. হাসিব বয়াতি (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত হাসিব বয়াতি কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. ইউনুস বয়াতির ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হাসিবের বাবা ইউনুস বয়াতির সঙ্গে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মহারাজের আগে থেকেই পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব চলছিল। বুধবার ইফতারির আগেও দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ইফতারির সময় মহারাজ ও তার দুই ছেলেসহ ভাড়াটে সন্ত্রাসীরা হাসিবকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে বাড়ির কাছের মসজিদের বাগানে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়।
এ সময় স্বজনরা গিয়ে হাসিবকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রুবাইয়া শারমিন জানান, শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম ও রক্তক্ষরণে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, লাশের সুরতহাল শেষে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।