১১ জুন বিকাল ৫ টায় বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে “জনতার কন্ঠ” স্টিকার লাগানো একটি মোটরসাইকেল সহ চালককে বাকেরগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
চালকের তথ্য অনুযায়ী মোটর সাইকেলের মালিক ছাত্র সমাজের নেতা আবদুল্লাহ আল আজাদ বলে জানা যায়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন এই বিষয়ে জানান আজাদসহ চালককে থানা হেফাজতে আনা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আজাদ নিজেই স্বীকারোক্তি করেন ১০ জুন পটুয়াখালী থেকে ৬৫ হাজার টাকায় বাইকটি ক্রায় করেছি। তবে কোনো কাগজপত্র আজাদ দেখাতে পারেনি। আজাদের দেয়া তথ্যে পটুয়াখালী থেকে বাইকের মালিক ডাকা হলে পটুয়াখালী শিয়ালি বাজারের বেলায়েত হোসেন মৃধার ছেলে রিপন মৃধা ও নলছিটি সিদ্ধকাঠি ইউনিয়নের রাজনগর গ্রামের হোসেন মোল্লার ছেলে ইমরান হোসেনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হলে তারাও কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
থানার দেয়া তথ্যে এখন পর্যন্ত বাইকের মূল মালিক খুঁজে পাওয়া যায়নি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন।