স্টাফ রিপোর্টার :বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া মৌজায় ৭৪১ খতিয়ানের ২০৯৪ দাগে থাকা ৩১ শতাংশ জমিরই মালিক কুলছুম বেগম ও পরিবারের লোকজন।
বোয়ালিয়া জে,এম,মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আশুতোষ ব্রম্ম এবং তার নেতৃত্বে থাকা লোকজন কুলছুমদের রোপিত বিভিন্ন প্রজাতির মুল্যবান গাছ জোড়পুর্বক কেটে নিয়ে যাওয়ার চেস্টা করে ১৯ মে সকাল দশটায়।
এ সময় কুলছুম বেগমের লোকজন বাধাঁ দিলে প্রাননাশ ও দেখে নেয়ার হুমকি প্রদান করেন।
কুলছুম বেগম জানান ,স্কুলটির সভাপতি আশুতোষ ব্রম্ম আমাদের জমিতে থাকা মুল্যবান গাছ জোড় পুর্বক কেটে নিয়ে যাওয়ার চেস্টা করে। এ সময় আমি ৯৯৯ নম্বর জরুরী সেবায় করলে এ এস আই শাহিন বাকেরগঞ্জ থানা থেকে এসে গাছ কাটা ও নেয়া বন্ধ করে কাগজপত্র চাইলে।আশুতোষ ব্রম্ম কোন কাগজপত্র দেখাতে পারেনি। কুলছুম বেগম জানান,আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি ।আমরা সকলের সহযোগীতাসহ আইনি সহযোগীতা কামনা করছি। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কুলসুম বেগম।