২৬ নভেম্বর শনিবার বরিশাল কাশিপুর ইউসেপ টেকনিক্যাল স্কুল চত্বরে বরিশাল সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বাৎসরিক মিলন মেলা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। ছিল বিভিন্ন আয়োজন। এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন
প্রাথমিক শিক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তা,অভিভাবক,শিক্ষক,শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
মোঃ হায়দার লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যন্যদের মধ্য বক্তব্য রাখেন , উম্মে হাবিবা ঊর্মি,এ.কে.এম.মামুন ,মোঃ কামরুজ্জামান,কাউন্সিলর মোঃফরিদ আহমেদমোঃতাজুল ইসলাম ,আরিফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বরিশাল সেন্ট্রাল স্কুল এর শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুশিক্ষিত হয়ে উঠছে শিক্ষার্থীরা।আমরা সবাই আশা রাখছি,এ ভাবেই সকলে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের নতুন প্রজন্মকে। শিক্ষক ও অভিভাবকদের মধ্য সম্বন্নয় থাকলে সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করা সম্ভব ।
কৌতুক,নাচ,কবিতা গানে গানে আনন্দময় হয়ে উঠে মিলন মেলা ।ক্লাস পার্টি’ নামের এই আয়োজনকে ঘিরে সেজেছিল উৎসবের রঙে। দিনভর হৈ চৈ আর আনন্দে মেতেছিল সবাই। কেক কাটা, মোমবাতি প্রজ্জ্বলন, নাচ, গান, অভিনয়, বক্তৃতা, কৌতুক, উপস্থাপনা, মনের মতো সাজসহ আরো কত পরিবেশনা! আবার এসবের ফাঁকে ফাঁকে চলে শিক্ষক-শিক্ষার্থী কেক খাওয়া, অতিথিদের বরণ, আপ্যায়ন আর নানান খুনসুটি।
শিক্ষার্থীরা জানিয়েছে পার্টিতে সহপাঠী আর স্যারদের সাথে দারুণভাবে মিশতে পেরে আমি খুশি। আমাদের সাথে আমাদের আব্বু-আম্মুও পার্টিতে অংশ নিয়েছে।
অভিভাবকরা জানিয়েছেন, অন্যরকম এই অনুষ্ঠান বেশ উপভোগ করেছেন। বলেছেন, ‘এ ধরনের পার্টি বাচ্চাদের মনন বিকাশে সহায়ক হবে।
পার্টিতে অংশ নেয়া শিক্ষকরা জানিয়েছেন, স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মনন বিকাশের লক্ষ্যে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাঝে মাঝে শিক্ষার্থী-শিক্ষক এমন মিলনমেলায় অংশ নিয়ে নিজেদের মধ্যে দারুণ এক মেলবন্ধন তৈরি করতে পারবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।