বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যবসায়ীকে পেটালেন দুই শিক্ষার্থী
প্রকাশ: ১৩ মার্চ, ২০২৩, ১:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
সিসিটিভির ফুটেজ না দেওয়া কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এক দোকানের মালিকের ওপর হামলার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে জিনিয়াস বিজনেস সেন্টার নামে এক দোকানে এ ঘটনা ঘটে।
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র মঞ্জু ও শিহাব৷
হামলার শিকার দোকানদার শাহ আলম বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ দুজন ছেলে আমার কাছে এসে তাদের মালামাল হারিয়ে গেছে বলে দোকানের সিসিটিভি ফুটেজ দেখতে চায়। এ সময় আইনের লোক ছাড়া সিসিটিভি ফুটেজ দেখানো যাবে না জানালে তারা দুজন আমার ওপরে হামলা করে। এদের আমি চিনিও না। কিন্তু হঠাৎ কেন এমন হামলা করল বুঝতে পারছি না।
এ সম্পর্কে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জু বলেন, আমার একটা সাউন্ড বক্স হারিয়ে গেছে। সেই জিনিসটা এই দোকানের আশপাশে রেখেছি মনে পড়ায় সিসিটিভি ফুটেজ দেখতে চাই। তখন আমাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে। কিন্তু মারামারির তেমন কোনো ঘটনা ঘটেনি। পরে আমি দোকানদারের কাছে ক্ষমা চেয়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না ৷ ক্যাম্পাসের বাইরের ঘটনা, সব থেকে ভালো হয় ভুক্তভোগী আইনিব্যবস্থা নিলে৷ তার পরও আমাদের কাছে অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ মশিউর রহমান জানান, এ বিষয়ে ভুক্তভোগী এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি ৷ অভিযোগ পেলে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।