বরিশাল জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে আওয়ামীলীগের এিমুখি লড়াই
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার ।।
বরিশালের জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে ৬ নং ওর্য়াড হিজলা উপজেলায় আওয়ামীলীগের ত্রিমুখি লড়াই। আসছে ১৮ ই আক্টোবর আসন্ন বরিশাল জেলা পরিষদ নির্বাচন। এতে হিজলা উপজেলা থেকে আওয়ামীলীগের ৩ জন সদস্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছে। তারা হলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন ও ফারুকুল ইসলাম সরদার এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম সাজাহান কাজীর ছোট ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী কামরুজ্জামান সাইলু। জেলা পরিষদ নির্বাচনে হিজলা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী মাঝে দেখা দিয়ে নানা জল্পনা কল্পনা। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইসমাইল হোসেন মাষ্ঠার জানায় জেলা পরিষদ
নির্বাচনে উপজেলার ভোটারা প্রকৃত আওয়ামীলীগ পরিবারের সন্তান কে নিবাচনে জয়ী করবেন। তিনি আরো বলেন ইউপি সদস্যরা সচেতন ভোটার।তারা আব্যশই অন্য দল থেকে আসা প্রার্থীদের ভোট দিয়ে মূল্যায়ন করবে না। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বরজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীদের সর্ম্পকে বলেন যে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন তাদের মধ্যে কামরুজ্জামান সাইলু ও
তার পরিবার আওয়ামীলীগ সৃষ্ঠির পর থেকে আওয়ামী রাজনীতি সাথে জড়িত ও তার বাবা মরহুম সাজাহান কাজীর হাত ধরে ছাত্রলীগের রাজনীতি শুরু করি।তিনি আরো বলেন বাকি ২ জন প্রার্থী এক সময় জাতীয় পার্টির প্রভাবশালী নেতা ছিলেন। এমন কি পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ জাতীয় পার্টি ক্ষমতায় থাকা কালীন পল্লী রেশন ডিলার ছিল। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল মিলন বলেন নির্বাচন এখনো অনেক সময় বাকি আছে।৩ জন প্রার্থীই আওয়ামীলীগ,ভোটরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে।উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার বলেন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে কাউকে দলীয় মনোনায়ন দেওয়া হয়নি। তবে আমরা উপজেলা আওয়ামীলীগ কাজী কারুজ্জামান সাইলু কে সমর্থন করেছি।