বরিশাল খবরে রিপোর্টার হিসেবে যোগ দিলেন দিলরুবা কচি
প্রকাশ: ২০ আগস্ট, ২০২২, ২:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
বরিশাল খবরে রিপোর্টার হিসেবে যোগ দিলেন দিলরুবা কচি
বরিশাল খবরে রিপোর্টার হিসেবে যোগ দিলেন দিলরুবা কচি। তার যোগদানে বরিশাল খবর পরিবার আরো উজ্জল হবে বলে মনে করেন বরিশাল খবর পরিবার।গতিশীলতা ফিরে আসবে বরিশাল খবর অনলাইন নিউজ পোর্টালে।
দিলরুবা কচি এর সফলতা কামনা ও তার কর্ম দক্ষতা এবং যোগ্যতা দিয়ে বরিশাল খবর কে সামনে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা । দিলরুবা কচি এর যোগদানে তাকে বরিশাল খবর পরিবার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন।
ধন্যবাদান্তে ….
মামুনুর রশীদ নোমানী,
সম্পাদক ও প্রকাশক,
বরিশাল খবর ।
nomanibsl@gmail.com,
www.barisalkhabar24.com