বরিশাল খবরে আইটি সস্পাদক হিসেবে যোগ দিলন রাব্বি আহমেদ
প্রকাশ: ৭ আগস্ট, ২০২২, ২:১৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
বরিশাল খবরে আইটি সস্পাদক হিসেবে
যোগ দিলন রাব্বি আহমেদ
বরিশাল খবরে আইটি সস্পাদক হিসেবে যোগ দিলেন রাব্বি আহমেদ। তার যোগদানে বরিশাল খবর পরিবার আরো উজ্জল হবে বলে মনে করেন বরিশাল খবর পরিবার।গতিশীলতা ফিরে আসবে বরিশাল খবর অনলাইন নিউজ পোর্টালে। রাব্বি আহমেদ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত। এছাড়া তিনি একজন দক্ষ ও নবীন সাংবাদিক।
রাব্বি আহমেদ এর সফলতা কামনা ও তার কর্ম দক্ষতা এবং যোগ্যতা দিয়ে বরিশাল খবর কে সামনে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা।রাব্বি আহমেদ এর যোগদানে তাকে বরিশাল খবর পরিবার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন।
ধন্যবাদান্তে ….
মামুনুর রশীদ নোমানী,
সম্পাদক ও প্রকাশক,
বরিশাল খবর ।
nomanibsl@gmail.com,
www.barisalkhabar24.com