বরিশালে ৫ দিন ব্যাপি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
বার্তা ডেস্কঃ বাংলাদেশ ক্ষু্দ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), শিসকে বরিশালের সহযোগিতায়, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি),ঢাকা কর্তৃক এর আয়োজনে ৫ দিন ব্যাপি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ শেষে সমাপনি অনুষ্ঠানে বুধবার দুপুর ১ঃ০০ টায় বরিশাল বিএম কলেজ রোড বিভাগীয় গন গ্রন্থগার মিলনায়তনে প্রশিক্ষণনার্থীদের মাঝে সনদ পদান করা হয়।
বরিশাল বিসিক শিসকে, উপ মহা-ব্যবস্থাপক মো. জালিস মাহমুদ প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , স্কিটির সহযোগী অনুষধ সদস্য ও কোর্স পরিচালক মোঃ মোফাজ্জল হোসেন, স্কিটির সহকারী অনুষধ সদস্য ও কোর্স সমন্বায়ক মো. মুনতাসির রহমান মামুন ও বরিশাল বিসিকের কর্মকর্তাবৃন্দ।
বিসিক বরিশালের উপ – মহাব্যবস্থা মো. জালিস মাহমুদ বলেন উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হতে হলে আগে আমাদের শিল্প খাতের উন্নতি করতে হবে তারই ধারাবাহিকতায় সরকারী ভাবে বিসিকের সহয়তায় ৫ দিন ব্যাপি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। পরিশেষে তিনি বলেন প্রশিক্ষণ প্রাপ্ত সহ বরিশালে অন্য সকল উদ্যোক্তাদের বিসিক থেকে সহজ সর্তে ঋন সুবিধা, জমি, প্রশিক্ষণ, আমদানি ও রপ্তানিত সহ ব্যবাসয়ী পরামর্শ সেবা পাওয়া যায় বলেন।
ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ ব্যবস্থাপক ও মানবম্পদ সৃষ্টির লক্ষ্যে বরিশালে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২১ সেপ্টেম্বর – ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনের এ প্রশিক্ষণে ৫০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।