বরিশালে ১ দিন ব্যাপি ভ্রাম্যমাণ সমবায় সমিতি’র ব্যবস্থাপনা প্রশিক্ষন অনুষ্ঠিত
প্রকাশ: ১০ অক্টোবর, ২০১৯, ৯:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
নাজমুল সানীঃ “উৎপাদনমুখী সমবায় করি উন্নত বাংলাদেশ গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বরিশালে সমবায় সমিতি ব্যবস্থাপনা সংক্রান্ত ১ দিন ব্যাপি ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল ১০ টায়, বরিশাল সদর উপজেলা মিলানায়তনে।
জেলা ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে সদর উপজেলার ৫টি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ২৫ জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সমবায় অফিস।
উক্ত অনুষ্ঠান উদ্ভোদন করেন উপজেলা ভাইচ চেয়ারম্যান এ্যাডঃ মাহমুদর রহমান সিকদার। উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সহকারী প্রোগ্রামার (আইসিটি),বরিশাল সদর চৌধুরী মোহাম্মদ শওকত হোসেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন।
প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতায় ছিলেন উপজেলা সমবায় অডিট অফিসার শেখ মোঃ ইউনুচ ও অফিস সহকারী মাইনুল হোসেন।
সমবায় সমিতি পরিচালনা করার জন্য দক্ষ ব্যবস্থাপক সৃষ্টির লক্ষ্যে বরিশালে ভ্রাম্যমাণ প্রশিক্ষণের আয়োজন করা হয়।