ডেস্ক রিপোর্টঃ বরিশালে ট্রাকের সঙ্গে থ্রি হুইলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত হয়েছেন তিনজন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর সাগরদী আলিয়া মাদরাসা সংলগ্ন পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে একটি থ্রি হুইলার (মাহিন্দ্রা) রুপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দেলোয়ারা বেগম (৬০) নিহত হন। হাসপাতালে নেওয়ার পর তার ছেলে শিপনকে (৩৫) মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহত মা-ছেলের কয়েকজন স্বজন জানান, নিহতদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শ্রীরামকাঠি গ্রামে। ডাক্তার দেখানোর জন্য বরিশালে এসেছিলেন তারা। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ারা বেগম (৬০) নলছিটি উপজেলার শ্রীরামকাঠি গ্রামের মালেক হাওলাদারের স্ত্রী ও শিপন তাদের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন মালেক হাওলাদারের অপর ছেলে স্বপন ও স্বপনের স্ত্রী মোর্শেদা এবং তাদের ভাইয়ের ছেলে রবিউল এবং স্বজন আনিস। যাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই থ্রি হুইলারে থাকা সবাই একই বাড়ির।
পুলিশ জানায়, ট্রাক ও ট্রাকের একজন হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।