বরিশালে সাকুরা বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
বরিশাল খবর : বরিশাল নগরীতে সাকুরা পরিবহনের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারী) নগরীর কাশিপুর বরিশাল-ঢাকা মহাসড়কের রাব্বি ফিলিং ষ্টেশন সংলগ্ন মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
নিহত হলেন, আনুশকা (১৮) ভোলার চরফ্যাশনের রসূলপুর গ্রামের লেরতা বাজার এলাকার আবু জাহেরের কন্যা।
আহতরা হলেন- নগরীর কাশিপুর এলাকার আবুল হোসেনের ছেলে শাওন (২০) এবং মুলাদী উপজেলার ৪নং গাছুয়া এলাকার জুবায়ের আহমেদ (২০)।
জানা জায়, দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশ্যে নতুল্লাবাদ থেকে সাকুরা পরিবহনের একটি বাস ছেড়ে যায়। পথিমধ্যে রাব্বি ফিলিং ষ্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং বাসটি মোটরসাইকেলটি উপরে উঠিয়ে দেয়।
সাকুরা বাসে থাকা যাত্রী বিশ্বজিৎ কুমার জানান, বাসটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরেও বাস না থামিয়ে বাসের চালক পালিয়ে যায়। সেখানে বাসের নিচে মোটরসাইকেলের আরোহীর মৃত্যু ঘটে ।একজন মেয়েসহ মোট ৩জন ছিলো মোটরসাইকেলে।
এয়ারপোর্ট থানার এসআই মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাকুরা বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং দুজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই মেহেদি আরও জানান, সাকুরা পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছে।
এছাড়া ঢাকাগামী যাত্রীদের সাকুরা পরিবহনের অপর একটি বাস এসে নিয়ে রওনা হয়েছে বলে জানান এসআই মেহেদি।
বরিশাল শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মাইনুল বলেন, বাস ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আহত কিশোরী আনুশকাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। এছাড়া আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।