মামুনুর রশীদ নোমানী :
বিসিক শিল্প নগরী বরিশালে জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে তিনটার দিকে ধোয়ার কুন্ডলী দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক বেলাল উদ্দিন। তিনি বলেন, খবর পেয়ে আমাদের অগ্নিনির্বাপন ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে ৬টি ইউনিট আগুন নিভানোর কাজ করছে। যদিও এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি। আশা করছি অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রনে নিয়ে আসা যাবে।
এসময় আগুন নেভাতে গিয়ে ফরচুন সুজের দু’জন কর্মী আহত হন। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরচুন সুজ কোম্পানির একাধিক শ্রমিক জানান, কারখানার দোতলায় অবস্থিত গুদাম থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেখানে যায় এবং আগুন নেভানোর কাজে অংশ নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বেল্লাল উদ্দিন ফরচুন সুজের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের অগ্নিনির্বাপন ও উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এদিকে মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গগত, ফরচুন সুজ লিমিটেড ক্রীড়া জুতা উৎপাদনে আর্ন্তজাতিক সুখ্যাতি রয়েছে।
ফরচুন সুজ বর্তমানে তাদের নয়টি উৎপাদন লাইনে প্রতিদিন সাড়ে ৩৫ হাজার জুতা তৈরি করছে। গত অর্থবছরে কোম্পানিটির রাজস্ব ১৮ শতাংশ বেড়ে ১ হাজার ৪৪০ কোটি ৪০ লাখ টাকা হয়েছে। এছাড়া ১০৯ শতাংশ বেড়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ৫৫ লাখ টাকা।
স্পেন, জার্মানি, ভারত, ইতালি, পোল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোয় ফরচুনের উৎপাদিত পণ্য রপ্তানি করায় একদিকে যেমন দেশে বৈদেশিক মুদ্রা আসছে, অন্যদিকে স্বাবলম্বী হচ্ছেন বরিশাল অঞ্চলের অবহেলিত নারীরা। এখানে কর্মরত সাড়ে চার হাজার শ্রমিকের মধ্যে ৮০ ভাগই নারী।
২০২১ সালে বঙ্গবন্ধু শিল্প পুরস্কারে প্রথম স্থান অর্জন করেছে ‘ফরচুন গ্রুপ অব কোম্পানি লিমিটেড’। ফরচুনের জুতা রফতানি হচ্ছে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে। তাদের বার্ষিক লেনদেনের পরিমাণ ৮০০ কোটি টাকার বেশি।