পরিমাপে কারচুপি ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় বরিশাল নগরীর দুই পেট্রল পাম্পকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নির্ধারিত মাপের চেয়ে গ্রাহকপ্রতি জ্বালানি তেল কম দেওয়ায় মেসার্স ইসরাইল তালুকদার ফিলিং স্টেশনকে ৫০ হাজার ও মেসার্স কলেজ রোড ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, তিনটি পেট্রল পাম্পে অভিযান চালানো হয়। এর মধ্যে নগরীর কাশিপুর এলাকার সুরভী পেট্রল পাম্পে সবকিছু সঠিকভাবে পাওয়া যায়। তবে পরিমাপে কারচুপি ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় মেসার্স ইসরাইল তালুকদার ও মেসার্স কলেজ রোড ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।